Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

সাম্প্রতিক অর্জনসমূহ:

সমবায়কে সাধারণ জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের একমাত্র পন্থা হিসেবে উন্নয়নমুখী ও টেকসই করার জন্য উপজেলা সমবায় কার্যালয়ের কাজের  ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার ভিত্তি প্রস্তুতের উদ্দেশ্যে বিগত তিন বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। কর্মকর্তা/কর্মচারীগণের সৃষ্টিশীল প্রয়াসের ফলে সমবায়কে সাধারণ জনগণের দৌরগোড়ায় পৌছে দিতে থানচি উপজেলায় উৎপাদনমুখী ও সেবাধর্মী সমবায় সমিতি গঠন ও নিবন্ধন, সমবায় উদ্যোক্তা সৃষ্টির কৌশল অবলম্বন, সমবায় পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে সহায়ক ভুমিকা পালরে সক্ষম হয়েছে। বিগত তিন (০৩) বৎসরের০৮টি সমবায় সমিতি নিবন্ধন করা হয়েছে এবং ২০০ জন সমবায়ীকে সদস্য ভুক্ত করা হয়েছে। এছাড়া ২৫০ জন সমবায়ীর দক্ষতার উন্নয়নে চহিদাভিত্তিক প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কৃর্তৃক প্রদত্ত “ঘূর্ণায়মান ঋণ” প্রকল্পের আওতায় প্রাপ্ত ২,৪০,০০০/- টাকা বিগত তিন বছরে ঋণ হিসেবে বিতরণ করে ৩০টি পরিবারের প্রায় ১৪০ জন সদস্য এ সুবিধা ভোগ করেছেন। প্রায় ৬০ জন সমবায়ীর স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া জাতীয় সমবায় দিবস ও বিভিন্ন উন্নয়ন মেলায় অত্র উপজেলার সমবায়ীদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। মেলার স্টলে সমিতির মাধ্যমে উৎপাদিত মোমবাতি ও হস্তশিল্পজাতবিভিন্ন পণ্যসমাগ্রীর ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে।